Assay Lab(ফায়ার টেষ্ট)
স্বর্ণের সঠিক মান কিংবা Karat যাচাইয়ে বিশ্বের একমাত্র গ্রহনযোগ্য অফিসিয়াল পদ্ধতি হচ্ছে Fire Assay তথা ফায়ার টনস্ । Fire Assay এর জন্য অনস্বীকার্য হচ্ছে Fire Assay Laboratory স্থাপন। এই Fire Assay Laboratory তে Cupellation পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ধাতু বা Alloyএ স্বর্ণ, তামা ও রূপা সহ অন্যান্য পদার্থ মিশিয়ে বিভিন্ন প্রক্রিয়ায় হাতে কলমে যাচাই বাছাই করা হয়। Fire Assay Laboratory তে বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা, যাচাই, বাছাই করে স্বর্ণের প্রকৃত মানটি ১০০% সঠিকভাবে নির্ধারণ করা হয়।
আধুনিক বিশ্বের সর্বত্র একমাত্র Fire Assay এর মাধ্যমে স্বর্ণের টনস্ করা হয়। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতেও ছোট বড় প্রায় ৮৩ টি ফায়ার এসে ল্যাব আছে। Fire Assay টনস্ ব্যতীত স্বর্ণের মান বিশ্বের কোথাও স্বীকৃতি লাভ করবে না।
ফায়ার টেষ্ট হচ্ছে Induction Method গহনা বা অলংকার থেকে ক্ষুদ্র পরিমান স্বর্ণ সংগ্রহ করে সেটি ইতালিয়ান প্রযুক্তি ITALIMPIANTI ORAFI S.P.A. মেশিন এর মাধ্যমে স্বর্ণের মান যাচাই করা হয়।
