Gold Testing(গোল্ড এক্স-রে বা টন্চ)
সমগ্র বাংলাদেশের সকল পোদ্দার ও কারিগদের নিকট সর্বাধিক সমাদৃত, গ্রহন যোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠানে এর নাম বাংলাগোল্ড (প্রাঃ) লিমিটেড। প্রতিদিন শত শত পিছ স্বর্ণপিন্ডের গুনগতমান পরীক্ষা করার জন্য পোদ্দার ও কারিগরগন আমাদের প্রতিষ্ঠানে এক্সরে বা টনচ্ করার জন্য আসেন। আর আমরা আমাদের প্রতিষ্টানের জার্মানি প্রযুক্তি ও FISCHERSCOPE X-RAY XAN মেশিন এর মাধ্যমে স্বর্ণের মান যাচাই করে রিপোর্ট প্রদান করি। অলংকার বা গহনা তৈরীর জন্য পাকা স্বর্ণেসাথে তামা বা রুপার যে মিক্সিং করা হয় তাহা, সঠিক ও নির্ভুল হয়েছে কিনা তাহা নির্ণয় করার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বাংলাগোল্ড (প্রাঃ) লিমিটেড। গোল্ড এক্স-রে জন্য আমাদের রয়েছে ০৪টি মেশিন।
