Gold Melting(স্বর্ণ মেলটিং বা গালাইকরন)
আমাদের দেশের স্বর্ণের প্রধান উৎস হল পুরাতন স্বর্ণ রি-সাইক্লিন করা, আর রি-সাইক্লিন এর প্রথম বা প্রধান ধাপ হল মেলটিং। পুরাতন স্বর্ণালংকার মেলটিং করার জন্য ইতালিয়ান ITALIMPIANTI ORAFI S.P.A. মেশিন এর সাহয্যে ১১০০ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলিয়ে গিনি স্বর্ণপিন্ড তৈরী করা হয়। এই গিনি স্বর্ণপিন্ডটি একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পাকা করতে হয়। এই পাকা স্বর্ণপিন্ডের সাথে নির্দিষ্ট পরিমান ইতালিয়ান তামা বা রুপা সংযুক্ত করে ইতালিয়ান ITALIMPIANTI ORAFI S.P.A মেশিন এর মাধ্যমে গালাই করন নির্দিষ্ট ক্যারেটের অর্থাৎ ১৮ক্যারেট, ২১ক্যারেট, ২২ক্যারেট স্বর্ণখন্ড তৈরী করতে হয় ।
এই স্বর্ণখন্ডটি দিয়ে আমাদের দেশের কারিগর বিভিন্ন প্রকার গহনা তৈরী করে। আর গালাইকরন প্রক্রিয়া দ্রুততার সহিত সম্পন্ন করার জন্য আমাদের রয়েছে দক্ষ ও প্রশিক্ষিত টেকনেশিয়ান এবং ০৫(পাঁচটি) টি ইটালিয়ান মেশিন। মেশিনের বিবরন: ITALIMPIANTI ORAFI S.P.A. ৫ কেজির ০২টি মেশিন, ১.৫ কেজির ০১টি মেশিন, ০১ কেজির ০২টি মেশিন। সর্বমোট: ০৫(পাচ) টি গালাইকরন বা মেলটিং মেশিন ।
